kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

সংক্ষিপ্ত

‘অপরিণত শিশুদের ১০% অন্ধত্বের ঝুঁকি নিয়ে জন্মায়’

নিজস্ব প্রতিবেদক   

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেদেশে ৩৩ সপ্তাহের কম বয়সে জন্ম নেওয়া শিশুদের ১০ শতাংশই চোখের সমস্যার ঝুঁকি নিয়ে পৃথিবীতে আসে। তাদের মধ্যে ১০ শতাংশ আবার জন্মগত অন্ধত্ব নিয়েই আসে। শিশুদের জন্ম পরিণত সময়ে নিয়ে আসা গেলে এই ঝুঁকিগুলো কমানো যায়। গতকাল রাজধানীর ব্র্যাক ইন সেন্টারে ‘রেটিনোপ্যাথি অব প্রিম্যাচিউরিটি’ বিষয়ে জাতীয় পর্যায়ের এক সম্মেলনে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক ও শিশু চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. এ এইচ এম এনায়েত হোসেন এ তথ্য জানান। ইউএসএআইডির শিশুর অন্ধত্ব কার্যক্রমের উদ্যোগে স্বাস্থ্য মন্ত্রণালয় এবং আইআরডি বাংলাদেশ দুই দিনব্যাপী এ সম্মেলনের আয়োজন করে। অনুষ্ঠানে আরো বক্তব্য দেন বাংলাদেশ মেডিক্যাল অ্যান্ড ডেন্টাল কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ডা. মোহাম্মদ শহিদুল্লাহ, বাংলাদেশ প্রসূতি চিকিৎসা সমিতির (ওজিএসবি) সভাপতি অধ্যাপক ডা. সামিনা চৌধুরী, বাংলাদেশ চক্ষু চিকিৎসক সমিতির সভাপতি অধ্যাপক ডা. সারফুদ্দিন আহম্মেদ, জাতীয় চক্ষু সেবা কার্যক্রমের পরিচালক অধ্যাপক ডা. গোলাম মোস্তফসহ অন্যরা।

মন্তব্যসাতদিনের সেরা