kalerkantho

রবিবার । ৯ কার্তিক ১৪২৭। ২৫ অক্টোবর ২০২০। ৭ রবিউল আউয়াল ১৪৪২

কমিউনিস্ট পার্টির দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশ

বৈষম্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে : সেলিম

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ    

২৩ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবৈষম্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে : সেলিম

‘গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো-দুঃশাসন হটাও, গদি-নীতি-ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, জান বাঁচাও-দেশ বাচাও’ স্লোগানে গতকাল ময়মনসিংহে সিপিবির লাল পতাকা মিছিল। ছবি : কালের কণ্ঠ

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেছেন, ‘আমরা একটি শোষণহীন সমাজ বিনির্মাণের লক্ষ্যে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলাম। কিন্তু বুর্জোয়া শাসকগোষ্ঠী মুক্তিযুদ্ধের সেই স্বপ্ন কেড়ে নিয়েছে। যার ফলে দেশ আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। সারা দেশে ক্যাসিনোর জোয়ার তৈরি করা হয়েছে। লুটপাটের রাজত্ব কায়েম হয়েছে। সমাজের ভেতর বৈষম্য চূড়ান্ত পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছে। ভোটাধিকার হরণ করা হয়েছে। দেশের টাকা লুট করা হচ্ছে। এই দেশকে রক্ষা করতে হবে।’

তিনি গতকাল শনিবার বিকেলে ময়মনসিংহে ‘দেশ রক্ষা অভিযাত্রা সমাবেশ’-এ প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন। ময়মনসিংহ রেলস্টেশন কৃষ্ণচূড়া চত্বরে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। ‘গণতন্ত্রহীনতা ও লুটপাট রুখো-দুঃশাসন হটাও, গদি-নীতি-ব্যবস্থা বদলাও, বিকল্প গড়ো, জান বাঁচাও-দেশ বাচাও’ স্লোগানে সিপিবির উদ্যোগে সারা দেশে এ দেশরক্ষা অভিযাত্রা অনুষ্ঠিত হচ্ছে।

সমাবেশে সভাপতিত্ব করেন বিভাগীয় সমন্বয় কমিটির সমন্বয়ক এমদাদুল হল মিল্লাত। বক্তব্য দেন সিপিবির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শাহ আলম, কেন্দ্রীয় প্রেসিডিয়াম সদস্য অনুরুদ্ধ দাশ অঞ্জন, প্রেসিডিয়াম সদস্য কাফী রতন, কেন্দ্রীয় সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা মনিরা বেগম অনু, দিবালোক সিংহ, সাদেকুর রহমান শামীম, শেখ বাহার মজুমদার, প্রবীণ ভাষাসংগ্রামী আব্দুল আজিজ তালুকদার, শেরপুর পার্টির সাধারণ সম্পাদক মাসুম ইবনে শফিক, নেত্রকোনার সাধারণ সম্পাদক কোহিনূর বেগম, কিশোরগঞ্জ পার্টি সভাপতি সৈয়দ নজরুল ইসলাম। সমাবেশের উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য মিছিল শহর প্রদক্ষিণ করে।

মন্তব্যসাতদিনের সেরা