kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

পদ্মা সেতুর ২৫তম স্প্যান বসছে আজ

নিজস্ব প্রতিবেদক   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপদ্মা সেতুর নির্মাণকাজের অংশ হিসেবে আরো একটি স্প্যান বসতে যাচ্ছে। আজ শুক্রবার সেতুটির জাজিরা প্রান্তে বসানো হবে ২৫তম স্প্যান। সেতুর ২৯ ও ৩০ নম্বর পিলারের ওপর বসানো হবে স্প্যান আইডি ৫-ই। আর এ জন্য প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। এর মধ্য দিয়ে সেতুর তিন হাজার ৬০০ মিটারের বেশি দৃশ্যমান হবে।

এর আগে গত ১১ ফেব্রুয়ারি প্রকল্পের জাজিরা প্রান্তে ২৪তম স্প্যান বসানো হয়েছিল। এর ১১ দিনের মাথায় ২৫তম স্প্যান বসানোর প্রস্তুতি নেওয়া হচ্ছে।

প্রকল্প সূত্রে জানা গেছে, সেতুর ৪২টি পিলারের মধ্যে ৩৮টির কাজ শেষ হয়েছে। আগামী দুই মাসের মধ্যে ১০, ১১, ২৬ ও ২৭ নম্বর পিলারের কাজ শেষ হবে।

মন্তব্যসাতদিনের সেরা