kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

ভাষাসৈনিক নূরুল হক ভূঁইয়ার নামে সড়ক দাবি

সোনারগাঁ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি   

২১ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদের প্রথম আহ্বায়ক অধ্যাপক ড. এ এস এম নূরুল হক ভূঁইয়ার কবর, পৈতৃক বাড়ি সংরক্ষণ ও তাঁর নামে সোনারগাঁর তালতলা-বারদী সড়কটির নামকরণের দাবি জানিয়েছে তাঁর পরিবার ও এলাকাবাসী।

নূরুল হক ভূঁইয়া ১৯২৩ সালের ১ মে সোনারগাঁর নোয়াগাঁও ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে জন্মগ্রহণ করেন। তাঁর বাবার নাম মৌলভি সাহাবুদ্দিন ভূঁইয়া। ভাষা আন্দোলনের প্রথম পর্যায়ে যে কয়েকজন ব্যক্তি সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন, নূরুল হক ভূঁইয়া তাঁদের অন্যতম। তিনি ১৯৯৮ সালের ২ এপ্রিল মারা যান।

অধ্যাপক নূরুল হক ভূঁইয়া ছাত্রজীবন থেকেই রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। ১৯৪৭ সালের ১ সেপ্টেম্বর থেকে শুরু হয় আন্দোলনের প্রথম পর্যায়। সে সময় নূরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়। ১৯৪৭ সালের অক্টোবরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফজলুল হক হলে এক জরুরি সভা করে অধ্যাপক নূরুল হক ভূঁইয়াকে আহ্বায়ক করে প্রথম রাষ্ট্রভাষা সংগ্রাম পরিষদ গঠন করা হয়।

মন্তব্যসাতদিনের সেরা