kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

মুক্তমনা ব্লগার রাসেল পারভেজ আর নেই

কালের কণ্ঠ ডেস্ক   

২০ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমুক্তমনা ব্লগার রাসেল পারভেজ আর নেই

মুক্তমনা ব্লগার ও গণজাগরণ মঞ্চের সংগঠক রাসেল পারভেজ আর নেই। রাজধানীর অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় গতকাল বুধবার সকালে তিনি মারা যান। তাঁর বয়স হয়েছিল ৪৪ বছর। তিনি ক্যান্সারে ভুগছিলেন। তিনি স্ত্রী ও দুই ছেলে-মেয়ে রেখে গেছেন। গতকাল আসরের নামাজের পর বসুন্ধরা আবাসিক এলাকার একটি মসজিদে রাসেলের জানাজা হয়। আজ বৃহস্পতিবার জোহরের পর দিনাজপুরে গ্রামের বাড়িতে আরেক দফা জানাজা শেষে তাঁকে দাফন করা হবে। যুদ্ধাপরাধীদের সর্বোচ্চ শাস্তি ফাঁসির দাবিতে ২০১৩ সালে রাজধানীর শাহবাগকে কেন্দ্র করে গণজাগরণ মঞ্চের যে আন্দোলন গড়ে ওঠে, এর অন্যতম সংগঠক ছিলেন রাসেল পারভেজ। ওই বছরই অনলাইনে ‘ধর্মীয় উসকানিমূলক’ লেখালেখির অভিযোগে তথ্য-প্রযুক্তি আইনের মামলায় তিনি গ্রেপ্তার হয়েছিলেন। পরে সেই মামলায় জামিনে মুক্তির পর পিএইচডির জন্য জাপানে গিয়েছিলেন রাসেল। গত বছর তাঁর রক্তে ব্লাড ক্যান্সার ধরা পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা