kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

সড়কে নিথর ছয় প্রাণ

অধিকাংশ দুর্ঘটনাই ঘটে ট্রাকের কারণে

কালের কণ্ঠ ডেস্ক   

১৯ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসড়কে নিথর ছয় প্রাণ

পঞ্চগড়, গাইবান্ধার গোবিন্দগঞ্জ, চাঁপাইনবাবগঞ্জ, ফরিদপুরের ভাঙ্গা, নেত্রকোনা ও হবিগঞ্জের নবীগঞ্জে আলাদা সড়ক দুর্ঘটনায় ছয়জন নিহত হয়েছে। এ ছাড়া সাতক্ষীরার শ্যামনগর ও টাঙ্গাইলের ঘাটাইলে চার শিক্ষার্থী আহত হয়েছে। এ ব্যাপারে নিজস্ব প্রতিবেদক ও প্রতিনিধিদের পাঠানো খবর :

পঞ্চগড় : তেঁতুলিয়ার বাংলাবান্ধা স্থলবন্দর এলাকায় গতকাল মঙ্গলবার দুপুরে দুটি ট্রাক্টর ট্রলির মুখোমুখি সংঘর্ষে মাসুদ হাসান (২০) নামের এক ট্রলি শ্রমিক নিহত হয়েছেন। মাসুদ দেবীগঞ্জের দণ্ডপাল ইউনিয়নের এনায়েতপুর এলাকার শফিকুল ইসলামের ছেলে।

চাঁপাইনবাবগঞ্জ (আঞ্চলিক) : চাঁপাইনবাবগঞ্জের কানসাট-চৌডালা সড়কের আব্বাস বাজার এলাকায় গতকাল ভোরে ট্রাকচাপায় মোহাম্মদ ওয়াসিম আলী (৪৯) নামের এক পথচারী নিহত হয়েছেন। ওয়াসিম আলী কানসাট ইউনিয়নের শিবনারায়ণপুর গ্রামের মৃত সাজ্জাদ আলীর ছেলে।

নবীগঞ্জ (হবিগঞ্জ) : নবীগঞ্জে গতকাল সকালে সড়ক দুর্ঘটনায় চান বিবি (৫৫) নামের এক বৃদ্ধা নিহত হয়েছেন। চান বিবি নবীগঞ্জের কুর্শি ইউনিয়নের কাদমা গ্রামের আবদুর জব্বার মিয়ার স্ত্রী।

গাইবান্ধা : গোবিন্দগঞ্জে গতকাল ভোরে ঢাকা-দিনাজপুর আঞ্চলিক মহাসড়কের সাহেবগঞ্জ এলাকায় মালবাহী একটি ট্রাক খাদে পড়ে হেলপার রফিকুল ইসলাম (৩০) নিহত হয়েছেন। রফিকুল নীলফামারীর পশ্চিম খড়িবা গ্রামের লোকমান আলীর ছেলে।

নেত্রকোনা : নেত্রকোনার শ্যামগঞ্জ-বিরিশিরি-দুর্গাপুর সড়কের দয়ালবাড়ী নামক স্থানে গতকাল সকালে ট্রাকচাপায় আবিদা সুলতানা ঈশা (৮) নামক এক মাদরাসা শিক্ষার্থী নিহত হয়েছে। ঈশা কৃষ্ণেরচর গ্রামের মাওলানা শরিফুল আলমের মেয়ে। এ ঘটনার ক্ষুব্ধ এলাকাবাসী সড়ক আটকিয়ে বিক্ষোভ করে।

ফরিদপুর : ঢাকা-খুলনা মহাসড়কের ভাঙ্গার মালিগ্রাম নামক স্থানে গতকাল বিকেলে ট্রাকের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে নূর মোহাম্মাদ (৫) নামের এক শিশু নিহত হয়েছে। নূর মোহাম্মাদ নড়াইলের লোহাগড়ার মুলখানা গ্রামের আজিজুল হকের ছেলে। 

শ্যামনগর (সাতক্ষীরা) : শ্যামনগরে গতকাল সকালে ইজি বাইক উল্টে তিন এসএসসি পরীক্ষার্থী গুরুতর আহত হয়েছে। তারা হলো যতীন্দ্রনগর সুন্দরবন মাধ্যমিক বিদ্যালয়ের রমলা আহম্মেদ, ইশরাত জাহান ও হালিমা পারভীন।

ঘাটাইল (টাঙ্গাইল) : ঘাটাইলে বাসের ধাক্কায় মীম নামের এক কলেজছাত্রী আহত হয়েছেন। গতকাল সকালে টাঙ্গাইল-ময়মনসিংহ সড়কের ব্রাহ্মণশাসন নামক স্থানে এ ঘটনা ঘটে। মীম উপজেলার ব্রাহ্মণশাসন মহিলা ডিগ্রি কলেজের একাদশ শ্রেণির ছাত্রী ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা