উপজেলা মৎস্য অফিসার নজরুল ইসলামকে লাঞ্ছিত করা এবং হত্যার হুমকি দেওয়ার অভিযোগে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গত রবিবার স্থানীয় সরকার বিভাগের উপসচিব মোহাম্মদ জহিরুল ইসলাম স্বাক্ষরিত এসংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি হয়।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গত ৪ ফেব্রুয়ারি পরিসংখ্যান বিভাগে গণনাকারী নিয়োগকে কেন্দ্র করে চেয়ারম্যান দেওয়ান সাইদুর রহমান মৎস্য কর্মকর্তা নজরুল ইসলামকে অকথ্য ভাষায় গালাগাল করেন এবং প্রাণনাশের হুমকি দেন। এ সময় চেয়ারম্যানের লোকজন মৎস্য কর্মকর্তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করে।