kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

‘ওসমানী ছিলেন নির্লোভ ব্যক্তিত্ব’

নিজস্ব প্রতিবেদক   

১৭ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘ওসমানী ছিলেন নির্লোভ ব্যক্তিত্ব’

ব্যারিস্টার এম আমীর-উল ইসলাম বলেছেন, মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি জেনারেল এম এ জি ওসমানী ছিলেন সত্যিকারের নির্লোভ ব্যক্তিত্ব। তিনি কখনো ‘ট্যাক্টফুল’ হননি। তিনি মনে করতেন ট্যাক্টফুল হওয়া আর মিথ্যার আশ্রয় নেওয়ার মধ্যে কোনো পার্থক্য নেই। তকাল রবিবার জেনারেল এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের উদ্যোগে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত আলোচনাসভায় তিনি এ কথা বলেন। লিখিত বক্তব্যে এম আমীর-উল ইসলাম আরো বলেন, সেনাবাহিনীতে যোগ দেওয়ার পর ইন্ডিয়ান সিভিল সার্ভিসের মতো লোভনীয় চাকরিতে যোগ দেওয়ার সুযোগ পেয়েছিলেন ওসমানী। কিন্তু কঠোর সামরিক জীবনকেই তিনি বেছে নেন। সামরিক জীবনের বেশির ভাগ সময়ই তিনি অবাঙালি পরিবেশে থাকলেও বাংলা ও বাঙালির প্রতি তাঁর ছিল অসীম দরদ। বঙ্গবীর ওসমানী স্মৃতি পরিষদের সভাপতি সৈয়দা মাসুদা খাজার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন  জাতীয় অধ্যাপক ডা. আবদুল মালেক।

মন্তব্যসাতদিনের সেরা