kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

ডেপুটি স্পিকার বললেন

প্রত্যন্ত অঞ্চল বিদ্যুতের আলোয় আলোকিত

নিজস্ব প্রতিবেদক   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেজাতীয় সংসদের ডেপুটি স্পিকার অ্যাডভোকেট মো. ফজলে রাব্বী মিয়া বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী নেতৃত্বের কারণে দেশের প্রত্যন্ত অঞ্চল এখন বিদ্যুতের আলোয় আলোকিত। গাইবান্ধার মতো জেলার সর্বত্র বিদ্যুৎ পৌঁছেছে। মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে। এ সাফল্য উত্তরোত্তর বৃদ্ধি করতে সবাইকে পারস্পরিক সহযোগিতার ভিত্তিতে একযোগে কাজ করার আহ্বান জানান তিনি।

গতকাল শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনে গাইবান্ধা জেলা ছাত্র কল্যাণ সমিতির একযুগ পূর্তি উপলক্ষে পুনর্মিলনী, নবীনবরণ ও কৃতী সম্মাননা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. শামছুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তৃতা করেন রংপুর সরকারি কলেজ অধ্যক্ষ মো. মোশারফ হোসেন, অতিরিক্ত সচিব (অব.) মো. কফিল উদ্দিন প্রমুখ।

ডেপুটি স্পিকার বলেন, গাইবান্ধা জেলা এখন আর অবহেলিত জনপদ নয়। দেশের সার্বিক উন্নয়নে এই জেলা অনবদ্য ভূমিকা রাখছে। প্রতিবছর এই জেলা থেকে অনেক মেধাবী ছেলে-মেয়ে শীর্ষস্থানীয় শিক্ষাপ্রতিষ্ঠানে ভর্তি হচ্ছে।

মন্তব্যসাতদিনের সেরা