kalerkantho

বৃহস্পতিবার । ২১ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৪ জুন ২০২০। ১১ শাওয়াল ১৪৪১

ভুল চিকিত্সায় শিশুর মৃত্যুর অভিযোগ

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

১৫ ফেব্রুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগৌরীপুরের ডৌহাখলা বাজারে হাতুড়ে চিকিত্সকের ভুল চিকিত্সায় খুকু মনি নামের এক শিশুর মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। গতকাল  ‘চিকিত্সক’ আব্দুর রশিদের রিফাত মেডিক্যাল হলে এ ঘটনা ঘটে।

মৃত খুকু মনি (১০ মাস) ডৌহাখলা ইউনিয়নের স্বল্প ডৌহাখলা গ্রামের মো. শাহজাহানের মেয়ে।

স্থানীয় সূত্র জানায়, শিশুটিকে জ্বর ও সর্দি নিয়ে রিফাত মেডিক্যাল হলে যায় পরিবারের লোকজন। সেখানে আব্দুর রশিদ শিশুটিকে রেখেই জক্স নামের দুই চামচ সিরাপ এবং সঙ্গে স্ট্যান্ডার্ড ল্যাবরেটরি লিমিটেড কম্পানির এজোসিন খাওয়ান। শিশুর চাচা আব্দুল মালেক জানান, ওই সিরাপ ও বড়ি খাওয়ানোর মিনিট দশেকের মধ্যেই খুকু মনি নিস্তেজ হয়ে পড়ে।

মন্তব্যসাতদিনের সেরা