kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

সীমান্ত থেকে ঢাকায় আসছে অবৈধ অস্ত্র

নিজস্ব প্রতিবেদক   

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকার দুটি সিটি করপোরেশন নির্বাচনে প্রভাব বিস্তার ও সহিংসতা সৃষ্টি করতে সীমান্তবর্তী এলাকা থেকে ঢাকায় আনা হচ্ছে অবৈধ অস্ত্র। তবে এ ব্যাপারে পুলিশ সতর্ক রয়েছে বলে জানিয়েছেন ঢাকা মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগের (ডিবি) অতিরিক্ত কমিশনার আব্দুল বাতেন। গতকাল রবিবার দুপুরে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়। সংবাদ সম্মেলনে জানানো হয়, গত শনিবার রাতে পুরান ঢাকার লালবাগের শেখ সাহেব বাজার রোড থেকে আশিকুর রহমান (৩০) নামে এক দূর্বৃত্তকে গ্রেপ্তার করেছে ডিবি দক্ষিণ বিভাগ।

মন্তব্যসাতদিনের সেরা