kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

ডিএসসিসির ৩৮ নম্বর ওয়ার্ড

সংঘর্ষে বিএনপি নেতাসহ আহত ৩, একজন গুলিবিদ্ধ

নিজস্ব প্রতিবেদক   

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) নির্বাচনে ৩৮ নম্বর ওয়ার্ডে কাউন্সিলর পদে বড় দুই দলের সমর্থনপুষ্ট দুই প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। ওয়ারী থানার বনগ্রাম জুকিনগর লেনে গতকাল রবিবার দুপুরে ওই সংঘর্ষে তিনজন আহত হয়েছেন। তাঁদের মধ্যে শান্ত নামে বিএনপির এক নেতা গুলিবিদ্ধ হয়েছেন। পরে বিকেলে চিকিৎসার জন্য শান্তকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

ওই ওয়ার্ডে বিএনপি সমর্থিত প্রার্থী মেহেরুন নেসার সমর্থকদের ওপর আওয়ামী লীগ সমর্থিত প্রার্থী ইমতিয়াজ আহমেদ মান্নাফির সমর্থকদের হামলার পর সংঘর্ষ বাধে বলে অভিযোগ উঠেছে।

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল সূত্রে জানা যায়, আহতরা হলেন ওয়ারী থানা শ্রমিকদলের সহসাংগঠনিক সম্পাদক মো. শান্ত, বিএনপির কর্মী শেখ রবিন ও মো. আরজু। শান্তর বাম ঊরুতে গুলিবিদ্ধ হওয়ার চিহ্ন রয়েছে।

আহত রবিন শেখ বলেন, ‘আমরা প্রচারের জন্য প্রস্তুতি নেওয়ার সময় একই ওয়ার্ডের আওয়ামী লীগের প্রার্থী ইমতিয়াজের ৬০-৭০ জন সমর্থক অতর্কিত হামলা ও গুলি চালান।

এ বিষয়ে কথা বলতে আহমদ ইমতিয়াজ মন্নাফীর ব্যক্তিগত মোবাইল ফোন নম্বরে গতকাল রাতে কয়েকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি। পরে এসএমএস পাঠিয়ে হামলার অভিযোগের বিষয়ে বক্তব্য নেওয়া জরুরি বলে জানালেও কোনো সাড়া দেননি।

 

মন্তব্যসাতদিনের সেরা