kalerkantho

বৃহস্পতিবার । ১১ অগ্রহায়ণ ১৪২৭। ২৬ নভেম্বর ২০২০। ১০ রবিউস সানি ১৪৪২

বারিতে প্রশিক্ষণ কর্মশালা শুরু

নিজস্ব প্রতিবেদক, গাজীপুর   

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটে (বারি) ‘জৈব বালাইনাশক প্রযুক্তির মাধ্যমে ফল ও শাকসবজির পোকামাকড় ও রোগবালাই ব্যবস্থাপনা’ বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। কীটতত্ত্ব বিভাগের আয়োজনে গতকাল রবিবার বারির পরিচালক (গবেষণা) ড. মো. আব্দুল ওহাব এ কর্মশালার উদ্বোধন করেন। কীটতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও প্রধান ড. দেবাশীষ সরকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বারির প্রশিক্ষণ ও যোগাযোগ বিভাগের পরিচালক ড. মো. মিয়ারুদ্দীন, পরিকল্পনা ও মূল্যায়ন বিভাগের পরিচালক ড. মো. নাজিরুল ইসলাম এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. ফিরোজা খাতুন উপস্থিত ছিলেন। কর্মশালায় বারির বিভিন্ন কেন্দ্র ও বিভাগের ৩৫ জন বিজ্ঞানী অংশ নেন।

মন্তব্যসাতদিনের সেরা