kalerkantho

মঙ্গলবার । ২৩ আষাঢ় ১৪২৭। ৭ জুলাই ২০২০। ১৫ জিলকদ  ১৪৪১

শাহ এ এম এস কিবরিয়ার আজ শাহাদাতবার্ষিকী

হবিগঞ্জ প্রতিনিধি   

২৭ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশাহ এ এম এস কিবরিয়ার আজ শাহাদাতবার্ষিকী

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়ার ১৫তম শাহাদাতবার্ষিকী আজ সোমবার। এ উপলক্ষে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠন এবং কিবরিয়া স্মৃতি সংসদ ঢাকা ও হবিগঞ্জে বিভিন্ন কর্মসূচি হাতে নিয়েছে। কর্মসূচির মধ্যে রয়েছে হবিগঞ্জের বৈদ্যের বাজারে মরহুমের স্মৃতিস্তম্ভে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন, চিত্রাঙ্কন প্রতিযোগিতা, শোকযাত্রা, দোয়া মাহফিল ও আলোচনাসভা।

এ ছাড়া রাজধানীর বনানীতে মরহুমের কবরস্থানে সকাল ১১টায় ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করবে কিবরিয়া পরিবার। এ ছাড়া কিবরিয়া হত্যার বিচারের দাবিতে নীল কাপড় পরে কবরস্থানে এক প্রতিবাদ কর্মসূচির আয়োজন করা হয়েছে। কিবরিয়ার ছেলে গণফোরামের সাধারণ সম্পাদক ড. রেজা কিবরিয়া কর্মসূচিতে অংশ নেওয়ার জন্য সবাইকে অনুরোধ জানিয়েছেন।

মুক্তিযুদ্ধের সময় শাহ এ এম এস কিবরিয়া প্রবাসে দেশের জন্য কাজ করেন। কর্মজীবনে পররাষ্ট্রসচিব, এসকাপের নির্বাহী সচিবসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন শেষে অবসর নেওয়ার পর ১৯৯৪ সালে আওয়ামী লীগে যোগ দেন তিনি। ১৯৯৬ সালে আওয়ামী লীগ ক্ষমতায় এলে তিনি অর্থমন্ত্রীর দায়িত্ব পান।

মন্তব্যসাতদিনের সেরা