kalerkantho

শুক্রবার । ২০ চৈত্র ১৪২৬। ৩ এপ্রিল ২০২০। ৮ শাবান ১৪৪১

নবম কাব ক্যাম্পুরি

মৌচাকে ভাঙল শিশু কিশোরদের মিলনমেলা

নিজস্ব প্রতিবেদক   

২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

মহাতাঁবুজলসা ও সমাপনী অনুষ্ঠানের মাধ্যমে গতকাল শুক্রবার শেষ হলো নবম জাতীয় কাব ক্যাম্পুরি। ‘কাবিং করব, শান্তির বার্তা আনব’ স্লোগানে গাজীপুরের জাতীয় স্কাউট প্রশিক্ষণ কেন্দ্রে গত রবিবার শুরু হয় এই আয়োজন।

সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক এমপি। বিশেষ অতিথি ছিলেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব আকরাম আল হোসেন। সভাপতিত্ব করেন বাংলাদেশ স্কাউটসের প্রধান জাতীয় কমিশনার ড. মোজাম্মেল হক খান।

এর আগে সকালে কুয়াকাটা ভিলেজের কাব স্কাউটরা এসডিজির ১৭টি গোল সম্পর্কে সাধারণ ধারণা পায়। পাশাপাশি কাব স্কাউটরা দেশের ঐতিহ্য, কৃষ্টি ও সংস্কৃতি, স্বাস্থ্য, শিক্ষা, পরিবেশ, জলবায়ু, দুর্যোগ ব্যবস্থাপনা, ডেঙ্গু, ম্যালেরিয়া, তথ্য-প্রযুক্তি, মুক্তিযুদ্ধসহ গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে ধারণা লাভ করে। তারা গ্রামীণ ঐতিহ্যের বায়োস্কোপ, নাগরদোলা, পুতুলনাচ দেখে আনন্দ লাভ করে।

মন্তব্যসাতদিনের সেরা