kalerkantho

মঙ্গলবার । ৫ ফাল্গুন ১৪২৬ । ১৮ ফেব্রুয়ারি ২০২০। ২৩ জমাদিউস সানি ১৪৪১

রং আর তুলিতে সুলতান মেলা রাঙাল শিশুরা

নড়াইল প্রতিনিধি    

২৫ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরং আর তুলিতে সুলতান মেলা রাঙাল শিশুরা

আপন মনে ছবি আঁকছে শিশুরা। কেউ ফুটিয়ে তুলছে আবহমান বাংলার প্রতিচ্ছবি, কেউ আঁকছে চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি। গতকাল নড়াইলের সুলতান মেলায় আয়োজিত এ চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় তিন শতাধিক খুদে শিল্পী। ছবি : কালের কণ্ঠ

আপন মনে ছবি আঁকছে শিশুরা। কাগজে কেউ ফুটিয়ে তুলছে আবহমান বাংলার প্রতিচ্ছবি, শীতের খেজুর গাছ বা চিত্রাপারের দৃশ্য। আবার কেউবা আঁকছে চিত্রশিল্পী এস এম সুলতানের ছবি। এ যেন কয়েক শ খুদে সুলতানের মিলনমেলা।

গতকাল শুক্রবার সকালে নড়াইলের সুলতান মেলা ২০২০-এর নবম দিনে ভিক্টোরিয়া কলেজের সুলতান মঞ্চ এভাবেই রং আর তুলি দিয়ে রঙিন করেছে খুদে শিল্পীরা। ঘণ্টাব্যাপী এই চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয় স্থানীয় স্কুল, চারুকলা প্রতিষ্ঠান ও শিশুস্বর্গের প্রায় তিন শতাধিক শিশু। পরে সন্ধ্যায় শিশুদের চারটি শ্রেণিতে ভাগ করে প্রতিযোগিতার ফলাফল ঘোষণা করা হয়।

প্রতিযোগিতার উদ্বোধন করেন সুলতান ফাউন্ডেশনের কর্মকর্তা প্রিয়াংকা দাস। এ সময় শিল্পী বলদেব অধিকারী, শিল্পী সমীর মজুমদার, শিল্পী সমীর বৈরাগী প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা