kalerkantho

শনিবার। ২০ অগ্রহায়ণ ১৪২৭। ৫ ডিসেম্বর ২০২০। ১৯ রবিউস সানি ১৪৪২

গাম্বিয়াকে ধন্যবাদ বিএনপির

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরোহিঙ্গাদের সুরক্ষায় ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিসের (আইসিজে) সিদ্ধান্তের জন্য গাম্বিয়া সরকারকে ধন্যবাদ জানিয়েছে বিএনপি। ভারত সীমান্তে গত কয়েক দিনে কয়েকজন বাংলাদেশি হত্যাকাণ্ডের শিকার হওয়ায় উদ্বেগ প্রকাশ করে তা বন্ধের দাবিও জানিয়েছে বিএনপির স্থায়ী কমিটি। গতকাল বৃহস্পতিবার রাতে গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলের স্থায়ী কমিটির বৈঠকের পর দলটির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের এ কথা জানান। ফখরুল বলেন, ‘আজকের (গতকাল) বৈঠকে আমরা গাম্বিয়াকে ধন্যবাদ জানিয়েছি এবং তাদের অভিনন্দন জানাচ্ছি। তাদের উদ্যোগে আজকে ইন্টারন্যাশনাল কোর্ট অব জাস্টিস চারটি বিষয়ে মতামত দিয়েছেন।

মন্তব্য