kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

গুণীজন সম্মাননার অর্থ হাসপাতালে দিলেন ডা. সালেহ আহমদ

নিজস্ব প্রতিবেদক   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেকালের কণ্ঠ’র দশ বছর পূর্তি উপলক্ষে গত ১০ জানুয়ারি খ্যাতিমান চক্ষুরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. মো. সালেহ আহমদসহ দেশের ২৫ গুণীজনকে সম্মাননা দিয়েছে ইস্ট ওয়েস্ট মিডিয়া গ্রুপ। অনুষ্ঠানে প্রতি গুণীজনকে সম্মাননা স্মারকের সঙ্গে এক লাখ টাকা অর্থ সম্মানীও দেওয়া হয়। ডা. সালেহ আহমদ তাঁর সম্মানীর অর্থ দরিদ্র মানুষের সেবা ও সহায়তার জন্য বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে দান করেছেন।

গতকাল বৃহস্পতিবার সাপ্তাহিক সভায় বসুন্ধরা আই হসপিটাল ও রিসার্চ ইনস্টিটিউটে হসপিটালের সহযোগী অধ্যাপক ও যুগ্ম পরিচালক ডা. মৌটুসী ইসলামের হাতে সম্মাননার এক লাখ টাকার চেক হস্তান্তর করা হয়। এ সময় হাসপাতালের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারী উপস্থিত ছিলেন।

মন্তব্য