kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

৯ম কাব ক্যাম্পুরি

চলছে নতুন নেতৃত্ব সৃষ্টির অনুশীলন

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেশিশু, কিশোর ও তরুণদের মধ্যে নেতৃত্ব সৃষ্টির ক্ষেত্রে প্রশিক্ষণ ও অনুশীলনকে সর্বোচ্চ গুরুত্ব দেয় স্কাউটিং। এরই আলোকে ৯ম জাতীয় ক্যাম্পুরির ৫ম দিনে অংশগ্রহণকারী কাব স্কাউটদের মধ্য থেকে একজনকে ছায়া ক্যাম্পুরি চিফ, চারজনকে ভিলেজ চিফ এবং আটজনকে সাবক্যাম্প চিফের দায়িত্ব দেওয়া হয়েছে। এরাই গতকাল পতাকা উত্তোলনসহ দিনের সব কার্যক্রমে নেতৃত্ব দিয়েছে।

দিনের কার্যক্রম শেষে আনন্দ উপভোগের মাধ্যমে কাব স্কাউটদের সজীবতা ও প্রাণচাঞ্চল্য ধর রাখতে ক্যাম্পজীবনের একটি অবিচ্ছেদ্য অংশ হলো ‘ক্যাম্প ফায়ার’। সন্ধ্যায় ‘সুন্দরবন’ ও ‘কুয়াকাটা’ ভিলেজের কাব স্কাউটরা ক্যাম্পফায়ারে অংশগ্রহণ করে। সুন্দরবন ভিলেজ ক্যাম্পফায়ারে প্রধান অতিথি ছিলেন পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান। সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন। কুয়াকাটা ভিলেজের ক্যাম্প ফায়ারে প্রধান অতিথি ছিলেন সাবেক সিনিয়র সচিব মো. হেদায়েতুল্লাহ আল মামুন।

মন্তব্য