kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

যৌন হয়রানির দায়ে স্টুডিও মালিকের এক মাসের কারাদণ্ড

আঞ্চলিক প্রতিনিধি, ময়মনসিংহ   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেছবি তোলার সময় যৌন হয়রানির দায়ে ময়মনসিংহের নান্দাইলে এক স্টুডিও মালিককে এক মাসের কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। গতকাল বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

কারাদণ্ডপ্রাপ্ত মো. কমন ফকির (৩৫) নান্দাইল পৌরসভার পাছপাড়া মহল্লার আরজু ফকিরের ছেলে।

ভুক্তভোগী ও ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, উপজেলার আচারগাঁও ইউনিয়নের এক নারী (৩৫) গতকাল নান্দাইল সদরের পুরাতন বাসস্ট্যান্ডে ‘পুতুল ডিজিটাল স্টুডিও’ নামের একটি স্টুডিওতে ছবি তুলতে যান। এ সময় স্টুডিওর মালিক মো. কমন ফকির দরজা বন্ধ করে ওই নারীকে যৌন হয়রানি করেন। পরে ভুক্তভোগী ওই নারী স্টুডিও থেকে বেরিয়ে নান্দাইলের ইউএনও আব্দুর রহিম সুজনের কাছে অভিযোগ করেন। ইউএনও থানায় খবর পাঠালে পুলিশ ভুক্তভোগীর সহযোগিতায় কৌশলে কমন ফকিরকে আটক করে। খবর পেয়ে ইউএনও আব্দুর রহিম সুজন ও সহকারী কমিশনার (ভূমি) মাহমুদা আক্তার ঘটনাস্থলে গিয়ে ভ্রাম্যমাণ আদালত বসালে মো. কমন ফকির অভিযোগ স্বীকার করেন। এ সময় ভ্রাম্যমাণ আদালত তাঁকে এক মাসের কারাদণ্ড দেন।

নান্দাইল থানার ওসি মনসুর আহাম্মদ জানান, গতকালই আসামি মো. কমন ফকিরকে কারাগারে পাঠানো হয়েছে।

মন্তব্য