kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সিলেটে প্রথমবারের মতো কৃষিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু

সিলেট অফিস   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেসিলেটে প্রথমবারের মতো কৃষিবিষয়ক আন্তর্জাতিক সম্মেলন শুরু হয়েছে। বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটি ও সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের যৌথ উদ্যোগে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে গতকাল বৃহস্পতিবার দুই দিনব্যাপী এ সম্মেলন শুরু হয়। স্বাগতিক বাংলাদেশ ছাড়াও যুক্তরাষ্ট্র, ভারত, নেপাল, দক্ষিণ কোরিয়া ও শ্রীলঙ্কার চার শতাধিক প্রতিনিধি এ সম্মেলনে অংশ নিচ্ছেন।

গতকাল সকালে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ সোসাইটির সভাপতি অধ্যাপক ড. এম জুলফিকার রহমানের সভাপতিত্বে সম্মেলনে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান পৃষ্ঠপোষক হিসেবে বক্তব্য দেন সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. মতিয়ার রহমান হাওলাদার। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে হাজি মো. দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এম. আবুল কাশেম, বিশ্ব খাদ্য ও কৃষি সংস্থার বাংলাদেশ প্রতিনিধি রবার্ট ডি সিমসন এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মহাপরিচালক ড. মো. আবদুল মূয়ীদ বক্তব্য দেন। সম্মানিত অতিথি হিসেবে বক্তব্য দেন ভারতের বিসিকেভি বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. মানস মোহন অধিকারী। স্বাগত বক্তব্য দেন সহ-আহ্বায়ক সিকৃবির কৃষি অনুষদের সাবেক ডিন অধ্যাপক ড. মো. আবুল কাশেম।

প্রধান পৃষ্ঠপোষকের বক্তৃতায় সিকৃবির উপাচার্য বলেন, ‘আমাদের দেশের বর্ধনশীল অর্থনৈতিক উন্নয়নে কৃষির গুরুত্ব অপরিসীম। বর্তমান সরকার কৃষকদের জীবনমান উন্নয়নে সব ধরনের সহযোগিতা প্রদান করে যাচ্ছে। আমাদের দেশের উন্নয়ন করতে হলে সমাজ ও গ্রামীণ জনপদের উন্নয়নের বিকল্প নেই।’

মন্তব্য