kalerkantho

বৃহস্পতিবার । ২৯ শ্রাবণ ১৪২৭। ১৩ আগস্ট ২০২০ । ২২ জিলহজ ১৪৪১

কালিয়াকৈরে গলায় মাংস আটকে শিশুর মৃত্যু

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেগাজীপুরের কালিয়াকৈরে গলায় মাংস আটকিয়ে গত বুধবার আব্দুল্লাহ আল সাফওয়ান (৯) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। এ ঘটনায় ওই শিশুর মামা শাহরিয়ার কালিয়াকৈর থানায় অপমৃত্যুর মামলা করেছেন। মৃত আব্দুল্লাহ আল সাফওয়ান ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা এলাকার কামরুজ্জামের ছেলে। পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, সাফওয়ানের নানাবাড়ি কালিয়াকৈরের উত্তর হিজলতলী এলাকায়। অসুস্থ নানা চান মিয়াকে দেখতে গত ১৯ জানুয়ারি মায়ের সঙ্গে সেখানে আসে সাফওয়ান। গত বুধবার দুপুরে খাবার খাওয়ার সময় হঠাৎ করে সাফওয়ানের গলায় মাংস আটকে যায়। দ্রুত তাকে কালিয়াকৈর শুভেচ্ছা ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনিত হলে তাকে মির্জাপুর কুমিদিনী হাসপাতালে নেওয়া হয়। সেখানকার চিকিৎসক সাফওয়ানকে মৃত ঘোষণা করে। কালিয়াকৈর থানা উপ-পরিদর্শক আবু সাইদ বলেন, ময়নাতদন্তের জন্য ওই শিশুর মরদেহ গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা