kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

সংক্ষিপ্ত

নন্দীগ্রামে থ্রি-হুইলার চলাচলের দাবিতে মহাসড়ক অবরোধ

নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি   

২৪ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমহাসড়কে সব ধরনের থ্রি-হুইলার চলাচলের অনুমতি দেওয়ার দাবিতে বগুড়ার নন্দীগ্রামে মহাসড়ক অবরোধ করেছেন বিক্ষুব্ধ চালক ও শ্রমিকরা। গতকাল বৃহস্পতিবার বিকেলে বগুড়া-নাটোর মহাসড়কে নন্দীগ্রাম থানার কুন্দারহাট হাইওয়ে পুলিশ ফাঁড়ির সামনে এ অবরোধ করা হয়। পরে হাইওয়ে পুলিশ দাবি বিবেচনার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়। অবরোধের সময় চালকরা বলেন, সিএনজিচালিত থ্রি-হুইলার ছাড়াও ব্যাটারিচালিত ভ্যান ও রিকশা মহাসড়কে উঠলেই হাইওয়ে পুলিশ সেগুলো আটক করে। কিন্তু ফিডার সড়ক দিয়ে চলাচল করলেও থ্রি-হুইলারগুলোকে মহাসড়ক অতিক্রম করতে হয়। পুলিশের কারণে থ্রি-হুইলার চালাতে না পেরে শত শত চালক ও শ্রমিক বেকার হয়ে পড়ছেন। পাশাপাশি কয়েক শ থ্রি-হুইলার আটক করে কুন্দারহাট হাইওয়ে ফাঁড়িতে ডাম্পিং করায় তাঁরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন। এদিকে মহাসড়ক অবরোধের কারণে গতকাল বিকেলে বগুড়া-নাটোর রুটে সব ধরনের যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। খবর পেয়ে নন্দীগ্রাম উপজেলা চেয়ারম্যান রেজাউল আশরাফ জিন্নাহ অবরোধস্থলে গিয়ে বিক্ষুব্ধ চালকদের সঙ্গে কথা বলেন। পরে হাইওয়ে পুলিশ চালকদের দাবি বিবেচনার আশ্বাস দিলে এক ঘণ্টা পর অবরোধ তুলে নেওয়া হয়।

মন্তব্য