kalerkantho

মঙ্গলবার । ৯ অগ্রহায়ণ ১৪২৭। ২৪ নভেম্বর ২০২০। ৮ রবিউস সানি ১৪৪২

জাবিতে পাখি মেলা ২৪ জানুয়ারি

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাখি সম্পর্কে মানুষের সচেতনতা বৃদ্ধি এবং পাখপাখালি সংরক্ষণের প্রয়োজনীয়তা তুলে ধরতে আগামী শুক্রবার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠিত হবে ‘পাখিমেলা ২০২০’। ‘পাখপাখালি দেশের রত্ন, আসুন করি সবাই যত্ন’—এই স্লোগানে প্রতিবারের মতো এবারও বিশ্ববিদ্যালয়ের প্রাণিবিদ্যা বিভাগ এর আয়োজন করছে।

মেলার আহ্বায়ক অধ্যাপক মো. কামরুল হাসান কালের কণ্ঠকে বলেন, ‘গত দেড় দশক ধরে পাখি বিষয়ে সচেতনতা বাড়ানোর লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ে এ মেলার আয়োজন করা হচ্ছে। ইতিমধ্যে সব প্রস্তুতি নেওয়া হয়েছে। শুক্রবার সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের জহির রায়হান মিলনায়তনের সামনে পাখিমেলার উদ্বোধন করবেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. ফারজানা ইসলাম।’

দিনব্যাপী এ মেলায় থাকছে আন্ত বিশ্ববিদ্যালয় পাখি দেখা প্রতিযোগিতা, পাখিবিষয়ক আলোকচিত্র প্রদর্শনী, শিশু-কিশোরদের জন্য পাখির ছবি আঁকা প্রতিযোগিতা, টেলিস্কোপ ও বাইনোকুলার দিয়ে শিশু-কিশোরদের পাখি পর্যবেক্ষণ, পাখির আলোকচিত্র ও পত্র-পত্রিকা প্রদর্শনী, আন্ত বিশ্ববিদ্যালয় পাখি চেনা প্রতিযোগিতা (অডিও ও ভিডিও এর মাধ্যমে) ও পাখিবিষয়ক কুইজ প্রতিযোগিতা এবং সব শেষে পুরস্কার বিতরণী পর্ব।

মন্তব্য