kalerkantho

বুধবার । ১০ অগ্রহায়ণ ১৪২৭। ২৫ নভেম্বর ২০২০। ৯ রবিউস সানি ১৪৪২

বোয়ালমারীতে ইউপি আ. লীগ অফিসে হামলার অভিযোগ

নিজস্ব প্রতিবেদক, ফরিদপুর   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেফরিদপুরের বোয়ালমারী উপজেলার দাদপুর ইউনিয়ন আওয়ামী লীগের অস্থায়ী কার্যালয়ে হামলার অভিযোগ পাওয়া গেছে। গত সোমবার সন্ধ্যায় দাদপুর ইউপির চিতারবাজার এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনার প্রতিবাদে গতকাল মঙ্গলবার সকালে ওই বাজারে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন দলীয় নেতাকর্মীরা। হামলার বিষয়ে দাদপুর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান গতকাল দুপুরে বোয়ালমারী থানায় একটি লিখিত অভিযোগ দিয়েছেন। এতে বলা হয়, এ ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ‘নব্য আওয়ামী লীগ নেতা’ শামীম মোল্লার নেতৃত্বে এ হামলা করা হয়। হামলাকারীরা অফিসে থাকা বঙ্গবন্ধুর ও দলীয় সভানেত্রীর ছবি নিচে ফেলে দেন ও চেয়ার ভাঙচুর করে। হামলা ঠেকাতে এসে তাদের তিন নেতাকর্মী আহত হন। আহতরা হলেন আট নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজম মোল্লা (৪২), আওয়ামী লীগ কর্মী জাহাঙ্গীর হোসেন (৪৬) ও আব্দুল্লাহ শেখ (৩৬)। তাঁদের মধ্যে আজম মোল্লাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা