kalerkantho

সোমবার । ২৩ চৈত্র ১৪২৬। ৬ এপ্রিল ২০২০। ১১ শাবান ১৪৪১

ভাই ও ভাবিদের পিটিয়ে গাছে বাঁধল বোন

রানীনগর (নওগাঁ) প্রতিনিধি   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনওগাঁর রানীনগরে ভাই ও দুই ভাবিকে মারধর করে গাছের সঙ্গে বেঁধে রেখে বিবদমান জায়গা দখলের চেষ্টা করার অভিযোগ উঠেছে ছোট বোনের বিরুদ্ধে। গত মঙ্গলবার সকালে উপজেলার গুয়াতা গ্রামে এ ঘটনা ঘটে। ভুক্তভোগীরা হলেন শহিদুল মণ্ডল, তাঁর স্ত্রী আঞ্জুয়ারা এবং ভাবি জান্নাতুন নেছা। শহিদুলের ছোট ভাই আবু হানিফ মণ্ডল জানান, দীর্ঘদিন আগে তাঁদের ছোট বোন সাহারা খাতুন বাবার কাছ থেকে তাঁদের বসতবাড়িসহ বেশ কিছু জায়গাজমি দলিল করে নেন। এ বিষয়ের সমাধান করতে ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে নিয়ে কয়েক দফা বৈঠক করেও কোনো সুরাহা হয়নি। পরে আদালতে বাটোয়ারা মামলা করেন শহিদুল। এরই জেরে মঙ্গলবার সাহারা খাতুন কয়েকজনকে নিয়ে এসে বাড়ির উঠানের বাইরের জায়গা দখল করে ঘর নির্মাণের চেষ্টা করেন। এ সময় বাধা দিতে গেলে আঞ্জুয়ারা, জান্নাতুন নেছা ও শহিদুলকে মারধর করে গাছে বেঁধে ঘর নির্মাণ শুরু করেন।

মন্তব্যসাতদিনের সেরা