নওগাঁয় নানা কর্মসূচির মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের অন্যতম সংগঠক, আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও সাবেক বাণিজ্যমন্ত্রী আব্দুল জলিলের ৮১তম জন্মবার্ষিকী পালিত হয়েছে। এ উপলক্ষে গতকাল মঙ্গলবার সকাল ১১টায় সদর উপজেলা আওয়ামী লীগ, ছাত্রলীগ, মুক্তিযোদ্ধা সংসদ, নওগাঁ জেলা প্রেস ক্লাবসহ বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন সদরের চকপ্রানে তাঁর কবরে ফুল দিয়ে শ্রদ্ধা জানায়। পরে জেলা ছাত্রলীগের পক্ষ থেকে দলীয় কার্যালয়ে দোয়া মাহফিল ও আলোচনাসভার আয়োজন করা হয়।
জেলা ছাত্রলীগের সভাপতি সাব্বির রহমান রিজভীর সভাপতিত্বে আলোচনাসভায় অন্যদের মধ্যে আরো উপস্থিত ছিলেন নওগাঁ জেলা আওয়ামী লীগের সহসভাপতি নির্মলকৃষ্ণ সাহা, সমাজসেবক শাহ-পরান নয়ন, সদর উপজেলা ভাইস চেয়ারম্যান ইলিয়াস তুহিন রেজা, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি মাহবুবল হক কমল, সাধারণ সম্পাদক জালাল হোসেন, জেলা যুবলীগের সাধারণ সম্পাদক বিমান কুমার রায় প্রমুখ।