kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

সড়কে নিথর আট প্রাণ

কালের কণ্ঠ ডেস্ক   

২২ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঢাকার কেরানীগঞ্জ, ফরিদপুর, সিলেট, যশোরের মণিরামপুর ও পাবনার ভাঙ্গুড়ায় আলাদা সড়ক দুর্ঘটনায় আটজন নিহত হয়েছেন। এ ব্যাপারে প্রতিনিধিদের পাঠানো খবর :

কেরানীগঞ্জ : হযরতপুর ইউনিয়নের কদমতলীতে গতকাল মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিনজন নিহত ও  পাঁচজন আহত হয়েছেন। নিহতদের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। তিনি কেরানীগঞ্জের কলাতিয়া ইউনিয়নের বেলনা এলাকার রুস্তম খানের ছেলে আসলাম (৫০)।

ফরিদপুর : ফরিদপুরে আলাদা সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রসহ দুজন নিহত হয়েছেন। ঢাকা-বরিশাল মহাসড়কের ফরিদপুর সদরের গেরদা ইউনিয়নের কাফুরা এলাকায় গতকাল দুপুরে সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন মোটরসাইকেল আরোহী জাহাঙ্গীর শেখ (৪২)। তিনি ফরিদপুর সদরের আটাইল গ্রামের মৃত রোকন শেখের ছেলে। তিনি ভাড়ায় মোটরসাইকেল চালাতেন। এদিকে সালথায় সিএনজি অটোরিকশার ধাক্কায় মামুন ফকির (১১) নামের তৃতীয় শ্রেণির এক ছাত্র নিহত হয়েছে। গত সোমবার বিকেলে উপজেলার গট্টি ইউনিয়নের বিট বালিয়া সড়কে এ ঘটনা ঘটে। মামুন ফকির পাটপাশা গ্রামের বাসার ফকিরের ছেলে।

সিলেট : সিলেট শহরতলিতে সিটি করপোরেশনের তত্ত্বাবধানে পরিচালিত টাউন বাস নগর এক্সপ্রেসের ধাক্কায় একটি লেগুনা খাদে পড়ে কুলসুমা বেগম (৪০) নামের এক নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো পাঁচজন। গতকাল মঙ্গলবার বিকেলে সিলেট শহরতলির চামেলিবাগ এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

ভাঙ্গুড়া (পাবনা) : ভাঙ্গুড়ায় বেপরোয়া গতির একটি মোটরসাইকেলের ধাক্কায় জিন্নাহ খাতুন (৫০) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন। গতকাল সোমবার বিকেলে রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। জিন্নাহ খাতুন ভাঙ্গুড়া সদর ইউনিয়নের নৌবাড়িয়া গ্রামের সালেক মোল্লার স্ত্রী।

মণিরামপুর (যশোর) : মণিরামপুরে গত সোমবার রাতে আলমসাধুর ধাক্কায় আরেক আলমসাধু উল্টে আশরাফুল হোসেন নামের এক চালকের মৃত্যু হয়েছে।

মন্তব্য