kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সংক্ষিপ্ত

নারীশিক্ষার প্রসার ঘটানোর আহ্বান স্পিকারের

নিজস্ব প্রতিবেদক   

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনারীশিক্ষার প্রসার ঘটানোর আহ্বান স্পিকারের

বাল্যবিবাহ রোধ ও মাতৃমৃত্যু হ্রাস করতে নারীশিক্ষার প্রসারে গুরুত্বারোপ করেছেন স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী। তিনি বাল্যবিবাহ রোধ, মাতৃমৃত্যু হ্রাস, জঙ্গি দমন ও মাদকমুক্ত সমাজ গঠনে ভূমিকা রাখার জন্য সংসদ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন। গতকাল মাদারীপুরের শিবচরে চৌধুরী ফাতেমা বেগম পৌর অডিটরিয়ামে ‘বাল্যবিবাহ প্রতিরোধপূর্বক মাতৃমৃত্যু হ্রাসকরণ’ শীর্ষক কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. জাফর আহমেদ খানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন জাতীয় সংসদের চিফ হুইপ নূর-ই-আলম চৌধুরী, হুইপ আবু সাঈদ আল মাহমুদ, সংসদ সদস্য ডা. আ ফ ম রুহুল হক ও মো. ফখরুল ইমাম প্রমুখ।

 

মন্তব্য