kalerkantho

শুক্রবার । ১৪ কার্তিক ১৪২৭। ৩০ অক্টোবর ২০২০। ১২ রবিউল আউয়াল ১৪৪২

সিলেটে শুরু জাতীয় পিঠা উৎসব

সিলেট অফিস   

১৯ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে প্রথমবারের মতো শুরু হয়েছে চার দিনব্যাপী জাতীয় পিঠা উৎসব। গতকাল শনিবার সকালে নগরের রিকাবীবাজারের জেলা ক্রীড়া সংস্থার বাস্কেটবল গ্রাউন্ডে এ উৎসব শুরু হয়।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন। উৎসব উদ্বোধন করেন জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদের আহ্বায়ক মুক্তিযোদ্ধা ম হামিদ। অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী বলেন, ‘সিলেটের সংস্কৃতি অত্যন্ত বৈচিত্র্যময়। এখানে সব ধর্ম ও বর্ণের মানুষের যে সম্প্রীতি, তা অনন্য। এ পিঠা উৎসবেও আমরা সেই সম্প্রীতি তুলে ধরব।’

অনুষ্ঠানে অন্যদের মধ্যে জেলা প্রশাসক এম কাজী এমদাদুল ইসলাম, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি মাসুক উদ্দিন আহমদ, সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নাসির উদ্দিন খান প্রমুখ উপস্থিত ছিলেন। পিঠা উৎসবে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠানও।

জাতীয় পিঠা উৎসব উদ্‌যাপন পরিষদ ১৩ বছর ধরে এ আয়োজন করে আসছে। পিঠার ঐতিহ্য দেশব্যাপী ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে এবার এই উৎসব বসেছে সিলেটে।

মন্তব্য