kalerkantho

বৃহস্পতিবার  । ১৯ চৈত্র ১৪২৬। ২ এপ্রিল ২০২০। ৭ শাবান ১৪৪১

সংক্ষিপ্ত

অমল সেন মেলা শুরু

নড়াইল প্রতিনিধি   

১৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেনানা আয়োজনে তেভাগা আন্দোলনের অগ্রপথিক, মুক্তিযুদ্ধের সংগঠক ও ওয়ার্কার্স পার্টির সাবেক সভাপতি কমরেড অমল সেনের দ্বাদশ মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে গতকাল শুক্রবার। এ উপলক্ষে নড়াইলের সীমান্তবর্তী যশোরের বাঁকড়ী স্কুল সংলগ্ন মাঠে শুরু হয়েছে দুই দিনব্যাপী অমল সেন স্মরণ মেলা। ‘কমরেড অমল সেন স্মৃতি রক্ষা কমিটি’র উদ্যোগে আয়োজিত মেলার প্রথম দিন গতকাল দুপুর ১২টায় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টি ও বাংলাদেশের ওয়ার্কার্স পার্টিসহ (মার্ক্সবাদী) বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের নেতারা অমল সেনের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক কমরেড ফজলে হোসেন বাদশা, পলিটব্যুরো সদস্য কমরেড আনিসুর রহমান মল্লিক, ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা অ্যাডভোকেট মুস্তফা লুত্ফুল্লাহ, মাহমুদুল হাসান মানিক প্রমুখ উপস্থিত ছিলেন।

মন্তব্যসাতদিনের সেরা