kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

সেনাবাহিনীর সঙ্গে যৌথ প্রশিক্ষণে বিজিবি

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবাংলাদেশ সেনাবাহিনীর সঙ্গে এবার প্রশিক্ষণে অংশ নিয়েছে সীমান্তরক্ষী বাহিনী বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সেনাবাহিনীর শীতকালীন প্রশিক্ষণের মধ্যে গত ৪ জানুয়ারি থেকে বিজিবি যৌথ এ প্রশিক্ষণে যোগ দেয়। বিজিবি ১৬ জানুয়ারি পর্যন্ত এ প্রশিক্ষণে অংশ নেবে। দেশের বিভিন্ন অঞ্চলে এই সময়ের মধ্যে প্রশিক্ষণ চলবে। গতকাল মঙ্গলবার ৫৫ পদাতিক ডিভিশনের (যশোর এরিয়া) সঙ্গে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় প্রশিক্ষণরত বিজিবি সদস্যদের প্রশিক্ষণ তৎপরতা সরেজমিনে পরিদর্শন করেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল মো. সাফিনুল ইসলাম। বিজিবি সূত্র জানায়, বর্ডার গার্ড বাংলাদেশ একটি আধাসামরিক বাহিনী। বিজিবি আইন ২০১০ অনুযায়ী, এ বাহিনী জরুরি অবস্থায় প্রতিরক্ষা মন্ত্রণালয়ের অধীনে থেকে অর্পিত দায়িত্ব পালন করবে।

মন্তব্যসাতদিনের সেরা