kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

পিএসসির নতুন দুই সদস্যের শপথ

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপিএসসির নতুন দুই সদস্যের শপথ

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন ঢাকায় সুপ্রিম কোর্ট জাজেস লাউঞ্জে বাংলাদেশ কর্ম কমিশনের নতুন নিয়োগপ্রাপ্ত সদস্য বিনয় কৃষ্ণ বালাকে গতকাল শপথবাক্য পাঠ করান। ছবি : পিআইডি

বাংলাদেশ সরকারি কর্মকমিশনের (পিএসসি) সদস্য হিসেবে শপথ নিয়েছেন সদ্য অবসরে যাওয়া জনপ্রশাসন মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফয়েজ আহম্মদ ও পুলিশের অবসরপ্রাপ্ত অতিরিক্ত মহাপরিদর্শক বিনয় কৃষ্ণ বালা।

প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেন গতকাল মঙ্গলবার সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে তাঁদের শপথ পড়ান, যা পরিচালনা করেন রেজিস্ট্রার জেনারেল আলী আকবর। অনুষ্ঠানে পিএসসি চেয়ারম্যান মোহাম্মদ সাদিক উপস্থিত ছিলেন। সরকার সম্প্রতি  ফয়েজ আহম্মদ ও বিনয় কৃষ্ণ বালাকে পিএসসির সদস্য হিসেবে নিয়োগ দেয়।

মন্তব্যসাতদিনের সেরা