kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

পূজার কারণে পেছাতে রিটের শুনানি রবিবার

নিজস্ব প্রতিবেদক    

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেঢাকার দুই সিটি করপোরেশন নির্বাচনে ভোটগ্রহণ হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজার কারণে ৩০ জানুয়ারির পরিবর্তে এক সপ্তাহ পিছিয়ে দিতে হাইকোর্টে করা রিট আবেদনের ওপর আগামী ১২ জানুয়ারি শুনানি হতে পারে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবী অশোক কুমার ঘোষ। বিচারপতি মো. মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি কাজী জিনাত হকের হাইকোর্ট বেঞ্চে এই শুনানি হতে পারে বলে গতকাল মঙ্গলবার গণমাধ্যমকে জানান ওই আইনজীবী।

এর আগে ৫ জানুয়ারি হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় রিট আবেদন করেন সুপ্রিম কোর্টের আইনজীবী অশোক কুমার ঘোষ।

আবেদনে বলা হয়, আগামী ২৯ ও ৩০ জানুয়ারি হিন্দু সম্প্রদায়ের সরস্বতী পূজা। দেশের সব বিশ্ববিদ্যালয়, মহাবিদ্যালয়, বিদ্যালয়ে এ পূজা অনুষ্ঠানের আয়োজন করা হয়। ২৯ জানুয়ারি মূল পূজা হলেও পূজার পঞ্চমী শেষ না হওয়া পর্যন্ত সরস্বতী প্রতিমা বিসর্জন দেওয়া যায় না। পঞ্চমী শেষ হবে ৩০ জানুয়ারি। এ কারণে নির্বাচন পিছিয়ে দিতে গত ৩০ ডিসেম্বর নির্বাচন কমিশনের (ইসি) প্রতি আইনি নোটিশ পাঠানো হয়েছিল।

মন্তব্যসাতদিনের সেরা