kalerkantho

শনিবার । ২৩ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৬ জুন ২০২০। ১৩ শাওয়াল ১৪৪১

মৃত্যুবার্ষিকী

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেরেজওয়ানুল ইসলাম চৌধুরী সানি

ছাত্র মৈত্রীর রাজশাহী পলিটেকনিক শাখার নেতা রেজওয়ানুল ইসলাম চৌধুরী সানির দশম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। রাজশাহী মহানগর ছাত্র মৈত্রীর পক্ষ থেকে গতকাল মঙ্গলবার দুপুর ১২টায় রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটে সানি স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করা হয়। পরে সেখানে এক সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়। এতে বক্তব্য দেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশিষ প্রামাণিক দেবু ও সানির বাবা মনোয়ার ইসলাম নান্নু। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন রাজশাহী পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ ফরিদ উদ্দিন আহমেদ, ওয়ার্কার্স পার্টির নগর সম্পাদকমণ্ডলীর সদস্য মনিরুজ্জামান মনির, সাবেক ছাত্রনেতা মতিউর রহমান মতি প্রমুখ। নিজস্ব প্রতিবেদক রাজশাহী।

মন্তব্যসাতদিনের সেরা