kalerkantho

বুধবার । ২০ জ্যৈষ্ঠ ১৪২৭ । ৩ জুন ২০২০। ১০ শাওয়াল ১৪৪১

খালেদা জিয়ার মুক্তি দাবি করেছেন ড. কামাল

নিজস্ব প্রতিবেদক   

৮ জানুয়ারি, ২০২০ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেখালেদা জিয়ার মুক্তি  দাবি করেছেন ড. কামাল

জাতীয় ঐক্যফ্রন্টের শীর্ষ নেতা ড. কামাল হোসেন বলেছেন, ‘মিডিয়ায় প্রকাশিত তথ্যের আলোকে অবগত হয়েছি, খালেদা জিয়া কারাগারে গুরুতর অসুস্থ অবস্থায় দিন কাটাচ্ছেন। তাঁর স্বাস্থ্যের অবনতির কারণে জাতীয় ঐক্যফ্রন্টের পক্ষ থেকে আমরা গভীর উৎকণ্ঠা ও উদ্বেগ প্রকাশ করছি। বেগম জিয়ার জামিন নিয়ে টালবাহানার আমরা নিন্দা প্রকাশ করছি এবং বর্তমান অবস্থায় তাঁর উন্নত চিকিৎসার জন্য প্রয়োজনীয় আশু ব্যবস্থা গ্রহণসহ অবিলম্বে তাঁর মুক্তির দাবি করছি।’

তিনি বলেন, ‘আমরা স্পষ্ট ভাষায় উল্লেখ করতে চাই, খালেদা জিয়ার ক্ষেত্রে যেকোনো অনভিপ্রেত ঘটনা হলে তার দায়দায়িত্ব সম্পূর্ণ সরকারকেই বহন করতে হবে।’ গতকাল মঙ্গলবার দুপুরে মতিঝিলে নিজ চেম্বারে জাতীয় ঐক্যফ্রন্টের স্টিয়ারিং কমিটির জরুরি বৈঠক শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে ড. কামাল এ কথা বলেন।

ড. কামাল বলেন, ‘উনাকে জামিন না দেওয়া অবশ্যই সংবিধান লঙ্ঘন করা। উনার চিকিৎসার ব্যাপারে যেটা আমরা দাবি করছি, সেটা যদি না মেনে নেওয়া হয় সেটাও সংবিধান লঙ্ঘনের শামিল হবে। সংবিধান একটি মৌলিক আইন, সর্বোচ্চ আইন। সংবিধানের বাইরে কেউ না, সংবিধানের কর্তব্য পালন করতে সকলেই বাধ্য।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে গণফোরামের সভাপতি বলেন, ‘আমিসহ আমরা সবাই আছি তাঁর জামিনের ব্যাপারে, আমাদের চেষ্টা অবশ্যই অব্যাহত থাকবে।’ আপনি জামিনের জন্য তাঁর পক্ষে দাঁড়াবেন কি না প্রশ্ন করা হলে ড. কামাল বলেন, ‘প্রয়োজন হলে অবশ্যই। এটা আমার পেশাগত কাজ, আমি করব।’

সর্বোচ্চ আদালতে খালেদা জিয়ার জামিন খারিজ হয়ে যাওয়ার পর আর কোনো সুযোগ আছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘অবশ্যই আছে। জামিন যতবার আমরা চাইতে পারি। রিভিউর ব্যাপার আছে, রিভিউ ছাড়া ফ্রেশ অ্যাপ্লিকেশন করা যায়।’

মন্তব্যসাতদিনের সেরা