kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

সুন্দরবনে অভয়ারণ্য এলাকায় ট্রলারসহ ৬ জেলে আটক

শ্যামনগর (সাতক্ষীরা) প্রতিনিধি   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেবন বিভাগ পশ্চিম সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জের গহিন অভয়ারণ্য এলাকায় অনুপ্রবেশ করে মাছ ধরার সময় ছয় জেলেকে আটক করেছে। গতকাল রবিবার ভোরের দিকে সুন্দরবনে বেয়ালা কয়লা অভয়ারণ্য এলাকা থেকে স্মার্ট প্যাট্রল টিমের দলপতি নাসির উদ্দীনের নেতৃত্বে জেলেদের আটক করা হয়।

আটক জেলেরা হলেন কয়রা উপজেলার কয়রা গ্রামের নুরুল ইসলামের ছেলে মিনহাদুল ইসলাম ও আরশাদ শেখের ছেলে নাজিম শেখ, আজিজ মৃধার ছেলে হিরাদ মৃধা, মাছুম শেখের ছেলে বাকি বিল্লাহ, মৃত কাদের শেখের ছেলে আব্দুর রাজ্জাক ও অজেদ আলীর ছেলে রবিউল ইসলাম।

এ বিষয়ে সাতক্ষীরা সহকারী বন সংরক্ষক (এসিএফ) এম এ হাসান বলেন, ‘সুন্দরবনে নিরাপত্তা টহল দেওয়ার সময় স্মার্ট প্যাট্রল টিমের সদস্যরা অভয়ারণ্য এলাকা থেকে একটি ট্রলার, জাল ও দুই মণ মাছসহ ছয় জেলেকে আটক করেন। আটক জেলেদের বন আইনে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।’

মন্তব্যসাতদিনের সেরা