kalerkantho

বৃহস্পতিবার । ২৩ জানুয়ারি ২০২০। ৯ মাঘ ১৪২৬। ২৬ জমাদিউল আউয়াল ১৪৪১          

খুলনায় আরো এক পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনা অফিস   

১৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেখুলনায় আরো এক পাটকল শ্রমিকের মৃত্যু

খুলনার প্লাটিনাম জুবিলি জুটমিলের মেকানিক্যাল বিভাগের শ্রমিক সোহরাব হাওলাদার (৫৫) মারা গেছেন। গতকাল রবিবার সকাল সাড়ে ৭টায় তিনি খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। শ্রমিক নেতা ও স্বজনরা জানায়, সোহরাব হাওলাদার শ্রমিকদের অনশনকালে অসুস্থ হয়ে স্থানীয় একটি ক্লিনিকে ভর্তি ছিলেন। সেখান থেকে সুস্থ হয়ে শনিবার তিনি মিলে কাজও করেন।  এরপর ফের অসুস্থ হলে গতকাল ভোর সাড়ে ৬টায় খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসারত অবস্থায় সকাল সাড়ে ৭টায় মারা যান সোহরাব। দুপুর ১২টার দিকে মিলগেটে তাঁর জানাজা অনুষ্ঠিত হয়।

উল্লেখ্য, এর আগে গত বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) আমরণ অনশন কর্মসূচিতে অংশগ্রহণরত অবস্থায় অসুস্থ হয়ে একই মিলের তাঁত বিভাগের শ্রমিক আব্দুস সাত্তার (৫৫) মারা যান। এদিকে রাষ্ট্রায়ত্ত পাটকলে ঘোষিত মজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবি মেনে নেওয়ার জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন জাতীয় শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি ও স্কপ নেতা কামরুল আহসান।

মন্তব্যসাতদিনের সেরা