kalerkantho

রবিবার । ২২ চৈত্র ১৪২৬। ৫ এপ্রিল ২০২০। ১০ শাবান ১৪৪১

পাটকল শ্রমিকদের দাবি মেনে নেওয়ার আহবান ফখরুলের

নিজস্ব প্রতিবেদক   

১৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমজুরি কমিশন বাস্তবায়নসহ ১১ দফা দাবিতে বিভিন্ন রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকদের দাবি মেনে নিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গতকাল শনিবার গণমাধ্যমে পাঠানো দলের সহদপ্তর সম্পাদক মুহাম্মদ মুনির হোসেন স্বাক্ষরিত বিবৃতিতে ফখরুল এ কথা বলেন।

ফখরুল পাটকল শ্রমিকদের আমরণ অনশন কর্মসূচি চলাকালে অনশনরত খুলনার প্লাটিনাম জুবিলী জুট মিলের শ্রমিক আব্দুস সাত্তার মারা যাওয়ায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেন।

ফখরুল বলেন, ‘বর্তমান আওয়ামী শাসকগোষ্ঠী নিজেদের জনবান্ধব সরকার বলে দাবি করলেও তারা যে জনগণের সঙ্গে প্রতারণা করে, তা আবারও প্রমাণিত হলো পাটকল শ্রমিকদের ন্যায্য দাবি তোয়াক্কা না করার মধ্য দিয়ে। বর্তমান প্রধানমন্ত্রী জনগণকে ১০ টাকা কেজি দরে চাল খাওয়ানো এবং ঘরে ঘরে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন, অথচ বাড়ি বাড়ি চাকরি দেওয়া দূরে থাক, যাঁরা আগে থেকেই চাকরিরত আছেন তাঁরাও বর্তমান সরকারের আমলে পাইকারি হারে চাকরিচ্যুত হচ্ছেন।’

তিনি বলেন, পাটকল শ্রমিকদের যৌক্তিক দাবি আদায়ের লক্ষ্যে তাঁরা আমরণ অনশন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন। অথচ সরকার সম্পূর্ণভাবে উদাসীন।

মন্তব্যসাতদিনের সেরা