kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

সংক্ষিপ্ত

সিলেটে বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

সিলেট অফিস   

১৪ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেসিলেটে মিছিল থেকে ককটেল বিস্ফোরণের ঘটনায় বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা করেছে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে সিলেট কোতোয়ালি থানার উপ-পরিদর্শক অঞ্জন কুমার দাস বাদী হয়ে মামলাটি করেন। এদিকে মিছিল থেকে গ্রেপ্তার হওয়া তিনজনকে গতকাল শুক্রবার আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

জানা গেছে, গত বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন আবেদন খারিজের পর সিলেটে বিক্ষোভ মিছিল বের করে বিএনপি ও এর অঙ্গ সংগঠন। এ সময় মিছিলটি থেকে নগরের সুরমা পয়েন্টে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়। পুলিশ সূত্রে জানা যায়, ককটেল বিস্ফোরণের ঘটনায় রাতেই কোতোয়ালি থানায় মামলা করেন অঞ্জন কুমার দাস। এতে বিএনপির ৩৮ নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এ ছাড়া অজ্ঞাত আসামি করা হয়েছে ১৫ থেকে ২০ জনকে। সূত্র আরো জানায়, ওই মামলায় গতকাল গ্রেপ্তার দেখিয়ে ছাত্রদল নেতা দেবাশীষ দাশগুপ্ত, আলী বাহার ও রাসেল আহমদকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়। সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) জেদান আল মুসা জানান, মিছিল থেকে হাতবোমা ধরনের বিস্ফোরকের বিস্ফোরণ ঘটানোয় পুলিশ মামলাটি করেছে।

মন্তব্যসাতদিনের সেরা