kalerkantho

বুধবার । ২২ জানুয়ারি ২০২০। ৮ মাঘ ১৪২৬। ২৫ জমাদিউল আউয়াল ১৪৪১     

আইনমন্ত্রী বললেন

‘আদালতের সিদ্ধান্ত মেনে নিতেই হবে’

নিজস্ব প্রতিবেদক   

১৩ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটে‘আদালতের সিদ্ধান্ত মেনে নিতেই হবে’

আপিল বিভাগের ছয়জন বিচারপতি নিশ্চয় যথেষ্ট বিবেচনা করেই খালেদা জিয়ার জামিন না দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত দিয়েছেন বলে মনে করেন আইনমন্ত্রী আনিসুল হক। তিনি বলেছেন, ‘আমরা যেহেতু আইনের শাসনে বিশ্বাস করি, তাই আমাদেরকে আদালতের সিদ্ধান্ত মানতেই হবে।’

গতকাল বৃহস্পতিবার সচিবালয়ে নিজ দপ্তরে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন আইনমন্ত্রী। তিনি আরো বলেন, ‘খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে আদালত যে পর্যবেক্ষণ দিয়েছেন তার আলোকে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ের (বিএসএমএমইউ) কিছু করণীয় থাকলে তারা তা নিশ্চয়ই করবে।’

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, ‘কোনো রায়ে বা প্রতিবেদনে যত যুক্তিই থাকুক বিপক্ষে গেলে ওনারা (বিএনপি) অভ্যাসগতভাবে বলেন যে এটা ঠিক না।’ মন্ত্রী বলেন, ‘ওনারা খালেদা জিয়ার জামিন চেয়েছিলেন মেডিক্যাল গ্রাউন্ডে। মেডিক্যাল রিপোর্ট দেখে সর্বোচ্চ আদালত সিদ্ধান্ত দিয়েছেন যে খালেদা জিয়াকে জামিনে অন্য কোথাও চিকিৎসা করানোর প্রয়োজন নেই। বিএসএমএমইউতে যে চিকিৎসা হচ্ছে সেটাই যথেষ্ট।’

মন্তব্যসাতদিনের সেরা