kalerkantho

মঙ্গলবার । ২১ জানুয়ারি ২০২০। ৭ মাঘ ১৪২৬। ২৪ জমাদিউল আউয়াল ১৪৪১     

রোহিঙ্গা জেনোসাইডের বিচার

সু চি ও রোহিঙ্গাদের পক্ষে সমাবেশ

কালের কণ্ঠ ডেস্ক   

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেমিয়ানমারের স্টেট কাউন্সিলর অং সান সু চির পক্ষে নেদারল্যান্ডসের দ্য হেগের আন্তর্জাতিক ন্যায়বিচার আদালতের (আইসিজে) সামনে গতকাল বুধবার সমাবেশ করেছে তাঁর সমর্থকরা। একই দিন সু চির সমর্থনে সমাবেশ করা হয়েছে তাঁর দেশেও। এর আগের দিন ভুক্তভোগীদের জন্য ন্যায়বিচারের দাবিতে আইসিজের সামনে বিক্ষোভ করে রোহিঙ্গারা।

মিয়ানমারে রোহিঙ্গা জেনোসাইড মামলার বিচার পিস প্যালেসে আইসিজেতে গত মঙ্গলবার শুরু হয়। প্রথম দিন মামলার বাদীপক্ষ গাম্বিয়া ও তাদের আইনজীবীরা আইসিজেতে বক্তব্য দেন। গতকাল মিয়ানমারের পক্ষে আইসিজেতে শুনানিতে বক্তব্য দেন সু চি।

হেগে সমাবেশে অংশগ্রহণকারীদের হাতে সু চির ছবির সঙ্গে ‘আমরা আছি তোমার পাশে’ লেখা প্ল্যাকার্ড ও ব্যানার ছিল। মিয়ানমারের এই নাগরিকদের বেশির ভাগই যুক্তরাজ্য, জার্মানি, ইতালি, ডেনমার্কসহ ইউরোপের বিভিন্ন দেশে বসবাস ও পড়াশোনা করে।

মন্তব্যসাতদিনের সেরা