kalerkantho

মঙ্গলবার । ২৮ জানুয়ারি ২০২০। ১৪ মাঘ ১৪২৬। ২ জমাদিউস সানি ১৪৪১     

দৃশ্যমান হলো পদ্মা সেতুর ২৭০০ মিটার

মুন্সীগঞ্জ প্রতিনিধি   

১২ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেপদ্মা সেতুর আরো একটি স্প্যান বসানো হয়েছে। গতকাল বুধবার সেতুর মাওয়া প্রান্তের ১৭ ও ১৮ নম্বর খুঁটির ওপর বসানো হয়েছে এ স্প্যানটি। এ নিয়ে ১৮টি স্প্যান বসানো হলো। এখন সেতুর দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান।

পদ্মা সেতু প্রকল্পের প্রকৌশলীরা জানান, গতকাল দুপুর ১টা ৩ মিনিটে স্প্যানটি বসানো হয়। এর আগে গত ২৬ নভেম্বর সেতুর ১৭তম স্প্যানটি বসানো হয় ২২ ও ২৩ নম্বর খুঁটির ওপর। এর এক সপ্তাহ আগে ১৬তম স্প্যান বাসানো হয়।

প্রকৌশলী হুমায়ুন কবির জানান, ধূসর রঙের ১৫০ মিটার দৈর্ঘ্যের তিন হাজার ১৪০ টন ওজনের স্প্যানটি বসানোর মধ্য দিয়ে পদ্মা সেতুর দুই হাজার ৭০০ মিটার দৃশ্যমান হলো।

পদ্মা সেতুর প্রকৌশলীরা আরো জানান, এ পর্যন্ত সেতুর ৪২টি খুঁটি বা পিয়ারের মধ্যে ৩৫টি নির্মাণ করা হয়েছে। অন্য সাতটি ৮, ১০, ১১, ২৬, ২৭, ২৯ ও ৩০ নম্বর খুঁটি নির্মাণের কাজ শেষ হবে আগামী এপ্রিলের মধ্যে। সেতুর ওপর সড়ক ও রেলপথ নির্মাণের অন্যান্য কাজও শিডিউল অনুযায়ী চলছে। অর্থাৎ একদিকে যেমন স্প্যান বসছে, একই সঙ্গে রেললাইন বসানো ও উপরিভাগে সড়কপথ নির্মাণের কাজও চলছে সমানতালে।

মন্তব্যসাতদিনের সেরা