kalerkantho

সোমবার । ২০ জানুয়ারি ২০২০। ৬ মাঘ ১৪২৬। ২৩ জমাদিউল আউয়াল ১৪৪১     

১১ দফা দাবি

অনশনে পাটকল শ্রমিকরা

কালের কণ্ঠ ডেস্ক   

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেঅনশনে পাটকল শ্রমিকরা

১১ দফা দাবিতে গতকাল নরসিংদীর ইউ-এম-সি জুট মিলসের সামনে অবস্থান নেন পাটকল শ্রমিকরা। ছবি : কালের কণ্ঠ

রাষ্ট্রায়ত্ত পাটকলে মজুরি কমিশন বাস্তবায়ন, বকেয়া পাওনা পরিশোধ, অস্থায়ী শ্রমিকদের স্থায়ীকরণসহ ১১ দফা দাবিতে আমরণ অনশন শুরু করেছেন শ্রমিকরা। এ ব্যাপারে আঞ্চলিক অফিস ও প্রতিনিধির পাঠানো খবর :

চট্টগ্রাম : চট্টগ্রামের ১০টি রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকরা গতকাল মঙ্গলবার সকাল ৮টা থেকে মিলগেটে পূর্বঘোষিত আমরণ কর্মসূচি শুরু করেন। তাঁরা রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের নেতাদের সঙ্গে মিলগেটে অবস্থান নেন। আমিন জুট মিল সিবিএর দপ্তর সম্পাদক কামাল উদ্দিন বলেন, ১১ দফা দাবিতে নিয়মতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে সারা দেশের মতো চট্টগ্রামের আমিন জুট মিলেও আমরণ অনশন চলছে। শ্রমিকরা স্বতঃস্ফূর্তভাবে কাজ বন্ধ রেখে মিলগেটে জড়ো হয়েছেন। মিলগেটে বক্তব্য দেন শ্রমিকনেতা শামসুল আলম, জামাল হোসেন, মো. মোস্তফা, আবদুল আলীম, মোবারক হোসেন, রাশেদুল ইসলাম প্রমুখ।

খুলনা : খুলনার রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের  উদ্যোগে গতকাল মঙ্গলবার বিকেল ৩টা থেকে ক্রিসেন্ট, প্লাটিনাম, স্টার, ইস্টার্ন, খালিশপুর, দৌলতপুর, আলিম, যশোরের জেজেআই, কার্পেটিং মিলের হাজার হাজার শ্রমিক এ কর্মসূচিতে অংশ নিচ্ছেন। রাষ্ট্রায়ত্ত পাটকল সিবিএ নন-সিবিএ সংগ্রাম পরিষদের যুগ্ম আহ্বায়ক খলিলুর রহমান বলেন, ‘পূর্বঘোষণা অনুযায়ী শ্রমিকরা নিজ নিজ মিলগেটে আমরণ অনশন কর্মসূচি পালন করছেন। শ্রমিকদের দেয়ালে পিঠ ঠেকে গেছে। তাই বাধ্য হয়ে এমন সিদ্ধান্ত নিতে হয়েছে। আমরা দেশের পাটশিল্প বাঁচাতে সরকারের কার্যকরী উদ্যোগ চাই।’

নরসিংদী : নরসিংদীতে গতকাল মঙ্গলবার দুপুর থেকে ইউএমসি জুটমিলের প্রধান ফটকে শুরু হয় আমরণ অনশন কর্মসূচি। এ কর্মসূচিতে শ্রমিক নেতারা বলেন, ২০১৫ সালে ঘোষণা দিয়েও মজুরি কমিশন বাস্তবায়ন না হওয়ায় পরিবার-পরিজন নিয়ে অনেকটা মানবেতর জীবন যাপন করছেন শ্রমিকরা। এ জন্য বাধ্য হয়ে আন্দোলনসহ আমরণ অনশনের মতো কঠোর কর্মসূচি পালন করা হচ্ছে।

এ সময় ইউএমসি জুটমিলের সিবিএ সভাপতি শফিকুল ইসলাম মোল্লা, সাধারণ সম্পাদক কামাল উদ্দিন, নন-সিবিএ পরিষদের সাবেক সভাপতি আনিসুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদসহ ঐক্য পরিষদের জ্যেষ্ঠ নেতারা উপস্থিত ছিলেন।

 

মন্তব্যসাতদিনের সেরা