kalerkantho

মঙ্গলবার । ১৭ চৈত্র ১৪২৬। ৩১ মার্চ ২০২০। ৫ শাবান ১৪৪১

পাবনায় জমি থেকে দুই মণ পেঁয়াজ চুরি

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি   

১০ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেপাবনার ফরিদপুরে জমি থেকে প্রায় দুই মণ পেঁয়াজ চুরি করে নিয়েছে দুর্বৃত্তরা। গত রবিবার রাতে উপজেলার পুঙ্গলী ইউনিয়নের মধ্য পুঙ্গলী গ্রামে এ ঘটনা ঘটে। জমির মালিক ওই গ্রামের হতদরিদ্র কৃষক আব্দুর রহিম মোল্লা।

আব্দুর রহিম জানান, তিনি বাড়ির পাশে সাড়ে পাঁচ কাঠা জমিতে পেঁয়াজ আবাদ করেন। পেঁয়াজ পরিপক্ব হওয়ায় আগামী সপ্তাহে জমি থেকে এগুলো উত্তোলন করার কথা ভেবেছিলেন তিনি। কিন্তু রবিবার রাতেই জমির অর্ধেক জায়গা থেকে পেঁয়াজ চুরি হয়ে যায়। দুর্বৃত্তরা গাছের ওপরের অংশ কেটে জমিতে ফেলে রেখে পেঁয়াজ নিয়ে যায়। গতকাল সোমবার সকালে জমি দেখতে গিয়ে তিনি ঘটনাটি দেখতে পান।

মন্তব্যসাতদিনের সেরা