kalerkantho

শনিবার । ২৫ জানুয়ারি ২০২০। ১১ মাঘ ১৪২৬। ২৮ জমাদিউল আউয়াল ১৪৪১     

দেশজুড়ে বিএনপির বিক্ষোভ আজ

নিজস্ব প্রতিবেদক   

৮ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেদেশজুড়ে বিএনপির বিক্ষোভ আজ

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার মুক্তির দাবিতে আজ রবিবার ঢাকা মহানগরের থানায় থানায় এবং দেশজুড়ে জেলা সদরে বিক্ষোভ করবে বিএনপি। একই সঙ্গে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে পাঁচ দিনের কর্মসূচি ঘোষণা করেছে দলটি। গতকাল শনিবার দুপুরে নয়াপল্টনে কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত দলের এক যৌথ সভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির পক্ষে মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, খালেদা জিয়ার মুক্তির দাবিতে ঢাকা মহানগরীতে থানায় থানায় এবং অন্যান্য মহানগর ও জেলা সদরে বিক্ষোভ সমাবেশ ও মিছিল অনুষ্ঠিত হবে। মির্জা ফখরুল বলেন, ‘কয়েক দিন আগে খালেদা জিয়ার মুক্তির জন্য সুপ্রিম কোর্টে আপিল শুনানির পরে মন্ত্রিসভার সদস্যরা এমন বক্তব্য দিচ্ছেন, যেন খালেদা জিয়ার মুক্তির জন্য যাঁরা দাঁড়িয়েছিলেন তাঁরা মহা-অপরাধ করে ফেলেছেন। মনে করে দেখেন, আপনারা কী করেছিলেন। আমাদের আইনজীবীরা তো একটাও খারাপ কাজ করেন নাই। তাঁরা নিজের জায়গায় বসে দাবির কথা উচ্চারণ করেছেন, ন্যায়বিচার চাই, সুষ্ঠু বিচার চাই বলেছেন।’ পরে শহীদ বুদ্ধিজীবী দিবস ও মহান বিজয় দিবস উপলক্ষে কর্মসূচি ঘোষণা করেন ফখরুল।

মন্তব্যসাতদিনের সেরা