kalerkantho

রবিবার । ১৯ জানুয়ারি ২০২০। ৫ মাঘ ১৪২৬। ২২ জমাদিউল আউয়াল ১৪৪১     

নোটিশ বোর্ড

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেনোটিশ বোর্ড

ইস্ট ওয়েস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে অধ্যাপক ড. এম এম শহিদুল হাসানকে পুনরায় নিয়োগ দিয়েছেন রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের আচার্য আব্দুল হামিদ। একই সঙ্গে এ বিশ্ববিদ্যালয়ের নতুন উপ-উপাচার্য হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের (আইবিএ) সাবেক পরিচালক অধ্যাপক ডক্টর মুহাম্মাদ জিয়াউল হক মামুনকে। সংবাদ বিজ্ঞপ্তি।


বাংলাদেশ ইউনিভার্সিটির পরিচালক ইঞ্জিনিয়ার কাজী তাইফ সাদতকে সম্মানসূচক ‘ডক্টরেট ডিগ্রি’ প্রদান করেছে ফ্রান্সের ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি। সম্প্রতি ইউরোপিয়ান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বার্ষিক স্নাতক উৎসবে তাঁকে এ ডিগ্রি প্রদান করা হয়। শিক্ষা বিস্তারে এবং সামাজিক উন্নয়নে অবদান রাখার স্বীকৃতি হিসেবে তিনি এ ডিগ্রি অর্জন করলেন। সংবাদ বিজ্ঞপ্তি।


চট্টগ্রামের সীতাকুণ্ডে গতকাল ৪১তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহের সমাপনী অনুষ্ঠানের আয়োজন করা হয়। ঢাকার জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘর এবং সীতাকুণ্ড উপজেলার যৌথ উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে ৪৬টি শিক্ষাপ্রতিষ্ঠান অংশগ্রহণ করে এবং তাদের উদ্ভাবিত প্রযুক্তির প্রদর্শন করে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি জাদুঘরের মহাপরিচালক মোহাম্মাদ মুনীর চৌধুরী। সংবাদ বিজ্ঞপ্তি।


সাউথইস্ট বিশ্ববিদ্যালয় (এসইইউ) কর্তৃক আয়োজিত কম্পিউটার ও তথ্য-প্রযুক্তি বিষয়ক আন্তর্জাতিক সম্মেলন আইসিসিআইটি ২০১৯ বাস্তবায়ন কমিটির সভা গতকাল অনুষ্ঠিত হয়েছে। সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এফ এম মফিজুল ইসলামের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয় বোর্ড অব ট্রাস্টি বোর্ডের উপদেষ্টা অধ্যাপক ড. এ এন এম মেশকাত উদ্দীনসহ সম্মেলন বাস্তবায়ন কমিটির সভাপতি ও বিভিন্ন উপকমিটির আহ্বায়করা উপস্থিত ছিলেন। সংবাদ বিজ্ঞপ্তি

মন্তব্যসাতদিনের সেরা