kalerkantho

শুক্রবার । ৮ মাঘ ১৪২৭। ২২ জানুয়ারি ২০২১। ৮ জমাদিউস সানি ১৪৪২

ইতালিতে জানালা থেকে পড়ে মৃত্যু বাংলাদেশি শিশুর

ইতালি প্রতিনিধি   

৬ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ১ মিনিটেইতালির একটি ভবনের পাঁচতলার জানালা থেকে পড়ে বাংলাদেশি বংশোদ্ভূত শিশু আদিবার (৩) মৃত্যু হয়েছে। গত বুধবার জেনোভার পিয়াচ্ছা প্রিনছিপে এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্রে জানা গেছে, বাংলাদেশের শরীয়তপুর জেলার ভেদরগঞ্জ উপজেলার মনোয়ার হোসেন মুন্না স্ত্রী ও তিন মেয়েকে নিয়ে জেনোভার পিয়াচ্ছা প্রিনছিপে বসবাস করে আসছেন। গতকাল মুন্না নিজ ব্যবসাপ্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। এ সময় তাঁর স্ত্রী বড় ও মেজ মেয়েকে আনতে স্কুলে যায়। তখন ঘরে ঘুমিয়ে ছিল শিশু আদিবা। পরে ঘুম ভেঙে গেলে তার মাকে খুঁজতে থাকে। সে সময় আদিবার মা ও দুই বোন বাসভবনের ফটকের কাছে পৌঁছে। এ সময় আদিবা জানালা দিয়ে নিচে পড়ে যায়। তাকে ধরতে দৌড় দিলেও সফল হতে পারেননি মা। এরপর আদিবাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় বিভিন্ন সংগঠন ও বাংলাদেশি কমিউনিটির পক্ষ থেকে শোক জানানো হয়েছে।

মন্তব্যসাতদিনের সেরা