জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, ‘বাংলাদেশের সামগ্রিক যে উন্নয়ন ও পরিকল্পনা বাস্তবায়িত হচ্ছে তার মূলধারায় প্রতিবন্ধীদের জন্য সুযোগ-সুবিধা তৈরির বিষয়টি প্রাধান্যের সঙ্গে সরকার বিবেচনা করছে।’
গতকাল বৃহস্পতিবার দুপুরে সাভারে পক্ষঘাতগ্রস্তদের পুনর্বাসন কেন্দ্রে (সিআরপি) শারীরিক প্রতিবন্ধীদের ‘হুইল চেয়ার বাস্কেটবল টুর্নামেন্টের’ ফাইনাল খেলায় প্রধান অতিথির বক্তব্যে স্পিকার এসব কথা বলেন। পরে তিনি বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
স্পিকার আরো বলেন, ‘প্রধানমন্ত্রী শেখ হাসিনা প্রতিবন্ধীদের জন্য সব পর্যায়ে বিভিন্ন সুযোগ তৈরির কাজ করে যাচ্ছেন।