kalerkantho

শনিবার। ২ মাঘ ১৪২৭। ১৬ জানুয়ারি ২০২১। ২ জমাদিউস সানি ১৪৪২

বিএনপির আন্দোলন কি আদালতের বিরুদ্ধে : তথ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক   

৫ ডিসেম্বর, ২০১৯ ০০:০০ | পড়া যাবে ২ মিনিটেবিএনপির আন্দোলন কি আদালতের বিরুদ্ধে : তথ্যমন্ত্রী

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জামিন প্রশ্নে দলটির আন্দোলনের ডাক দেওয়ার সমালোচনা করেছেন তথ্যমন্ত্রী ও আওয়ামী লীগের প্রচার সম্পাদক ড. হাছান মাহ্মুদ। তিনি প্রশ্ন করে বলেন, ‘বিএনপির আন্দোলন কি আদালতের বিরুদ্ধে?’

গতকাল বুধবার সকালে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে আগামী ২০-২১ ডিসেম্বর আওয়ামী লীগের জাতীয় সম্মেলন উপলক্ষে মঞ্চ নির্মাণ ও আয়োজন কার্যক্রম পরিদর্শনকালে সাংবাদিকদের কাছে হাছান মাহ্মুদ এ প্রতিক্রিয়া জানান।

এ সময় গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, সংসদ সদস্য অসীম কুমার উকিল, আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী উপস্থিত ছিলেন।

আজ বৃহস্পতিবার খালেদা জিয়ার জামিন বিষয়ে আপিল বিভাগের রায় দেওয়ার কথা রয়েছে।

তথ্যমন্ত্রী বলেন, ‘খালেদা জিয়ার জামিন দেওয়ার এখতিয়ার তো আদালতের, জামিন দেওয়ার এখতিয়ার সরকারের নয়, তাহলে তারা আদালতের বিরুদ্ধে আন্দোলনে নামবে, সেটিই তো মনে হয়। সুতরাং তাদের এ বক্তব্যের মাধ্যমে এটিই প্রমাণিত হয়, তারা আইন মানে না, আদালত মানে না, দেশের বিচার মানে না।’

হাছান মাহ্মুদ আরো বলেন, ‘বিএনপি যদি বিচার না মানে, আইন না মানে, আদালত না মানে এবং আদালতের রায়ের বিরুদ্ধে যদি তারা রাজপথে নামে, আমি মনে করি তা আদালত অবমাননা এবং সে ক্ষেত্রে আদালত স্বতঃপ্রণোদিত হয়ে কিছু করেন কি না, সেটিই দেখার বিষয়।’

আওয়ামী লীগের সম্মেলন জাতীয় রাজনীতির ক্ষেত্রেই গুরুত্বপূর্ণ : আওয়ামী লীগের সম্মেলন বিষয়ে দলের প্রচার সম্পাদক হাছান মাহ্মুদ বলেন, ‘আওয়ামী লীগের সম্মেলন শুধু আওয়ামী লীগের ক্ষেত্রে নয়, এটি সমগ্র রাজনীতির ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ বিষয়। এ সম্মেলনের মাধ্যমে বাংলাদেশ আওয়ামী লীগে প্রাণ সঞ্চার হয় এবং নতুন নেতৃত্ব বেরিয়ে আসে। দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যাওয়ার এবং সমাজ পরিবর্তনের দিকনির্দেশনা থাকে।’

মন্তব্য